অবসরপ্রাপ্ত সিভিল সার্ভিসের সাক্ষাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে
সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত প্রায় তিন শতাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা গণভবনে (০৭ ডিসেম্বর ২০১৮ ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হক ও অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও বিএমএ মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী সহ অন্যান্য অবসরপ্রাপ্ত চিকিৎসক কর্মকর্তাগন মাননীয় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান সরকারের ধারাবাহিকতা রক্ষার্থে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।