বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরন ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
বন্যাকবলিত লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরন ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এর নির্দেশনায় বিএমএ কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডা. সোহেল মাহমুদ , গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. কাজী শফিকুল হালিম জিম্মু, বিএমএ লালমনিরহাট শাখার নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ এসময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।