করোনা প্রতিরোধে যশোর বি এম এ এর উদ্যোগে কেন্দ্রীয় বি এম এ প্রদত্ত পি পি ই এবং হ্যান্ড সেনিটাইজার বিতরন।

করোনা প্রতিরোধে যশোর বি এম এ এর উদ্যোগে কেন্দ্রীয় বি এম এ প্রদত্ত পি পি ই এবং হ্যান্ড সেনিটাইজার বিতরন।

যশোর জেলা বিএমএ ও স্বাস্থ্য প্রসাশন যশোরের কভিড-১৯ (করোনা)প্রতিরোধে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনিটরিং কার্যক্রমের প্রথম দিন,যশোরের ৮উপজেলার ৪টি উপজেলায় কার্যক্রমের মধ্যে সেন্ট্রাল বিএমএ’র পিপিই,সেনিটািজার ও মাক্স বিতারন,আউটডোরে রোগী দেখা,আইসোলেশন টিম, ওয়ার্ড ও তাদের প্রস্তুতি।কর্মক্ষেত্রে কাজের সুবিধা অসুবিধা সম্পর্কে খোজ খবর, যাতায়াতের সুবিধা অসুবিধা সম্পর্কে খোজ খবর নেয়া এবং তাৎক্ষনিক সমাধান দেয়া, এসব বিষয়ে আলোচনা হয়।উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি,সাধারন সম্পাদক,সিভিল সার্জন,স্ব স্ব উপজেলার পঃপঃ কর্মকর্তা,কর্তব্যরত চিকিৎসক বৃন্দ,বিএমএ’র যুগ্ম সম্পাদক,দপ্তর সম্পাদক,প্রকাশনা সম্পাদক, কার্যকরী সদস্য প্রমূখ।